চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় যাত্রীবাহী একটি মিনিবাস উল্টে খাদে পড়ে ২৫ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় গুরতর আহত হয়েছেন ৫ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি।
সোমবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের নারিশ্চা ১ নম্বর ওয়ার্ড মগবান্দাপুল সংলগ্ন সড়ক থেকে ছিটকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তফা আল মামুন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দেখি বাসটি খাদে পড়ে আছে। এতে আশংকাজনক হারে হতাহতের ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই বাসের যাত্রীরা নারিশ্চা একটি সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন। বাসের সকল যাত্রী হিন্দুধর্মাবলম্বী। যাওয়ার পথেই হঠাৎ রাস্তা থেকে ছিটকে পড়ে বাসটি।’
তিনি আরও জানান, ‘হতাহতের ঘটনায় আহত ২৫ জনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। গুরতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে বাস চালক ও হেলপার কাউকে পাওয়া যায়নি। আপাতত বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।’