
রাঙ্গুনিয়ার সিনিয়র আওয়ামীলীগ নেতা,রাঙ্গুনিয়া উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি আলহাজ্ব সাঈদ মাহমুদ রণির শ্রদ্ধেয় পিতা মরহুম মোহাম্মদ আলী তালুকদারের পঞ্চম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

তিনি উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামের কৃতি সন্তান, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি’র চাচাতো ভাই।

রোববার (১৭ জুলাই) দিনব্যাপী তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল ও মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণসহ নানা আয়োজন করেন বিভিন্ন সংগঠন।

সুখবিলাস নিজ বাড়ির জামে মসজিদ,দেওয়ান বাজার মৌসুমী মোড়স্থ আলিফ লাম জামে মসজিদ ও চট্টগ্রাম শাহ আমানত মাজারে তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।