
দেশ ব্যাপী কমিউনিটি ক্লিনিক পর্যায়ে আগামীকাল রোজ মঙ্গলবার বুস্টার ডোজের ক্যাম্পেইন চলবে”
এতদ্বারা পদুয়া ইউনিয়নের জনগণকে জানানো যাচ্ছে যে, ১০ নং পদুয়া ইউনিয়নের ১৮ বছরের উর্ধ্বে যাদের করোনা ভাইরাসের ১ম ও ২য় ডোজ ভ্যাক্সিন গ্রহণ করার পর ৪ মাস অতিবাহিত হয়েছে তাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে,
আগামী ১৯/০৭/২০২২ ইং, রোজ মঙ্গলবার সকাল ৯ টা থেকে পদুয়া ইউনিয়নের যথাক্রমে-
১.ফলারিয়া কমিউনিটি ক্লিনিক,
২.পশ্চিম খুরুশিয়া কমিউনিটি ক্লিনিক,
৩. হরিহর কমিউনিটি ক্লিনিক,
৪.নারিশ্চা কমিউনিটি ক্লিনিকে কোভিড-১৯ টিকার ৩য় ডোজ/বুস্টার ডোজ প্রদান করা হইবে।
সকলকে যথাসময়ে স্ব স্ব কেন্দ্রে উপস্থিত হয়ে ভ্যাক্সিন কার্ড সাথে করে নিয়ে এসে, করোনা ভাইরাসের বুস্টার ডোজের ভ্যাক্সিন গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বি.দ্র. এসএমএস ছাড়াও টিকা নিতে পারবেন।
টিকার কার্ড সঙ্গে আনতে হবে।
অনুরোধক্রমে
সংলিষ্ট কতৃপক্ষ