
মোহাম্মদ ইদ্রিছ ( প্রতিবেদক) বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পদুয়া ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উত্তর পদুয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পদুয়া ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও উত্তর পদুয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম বাদশা।

পদুয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. ইসকান্দর আলীর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের সভাপতি বাবু বিষু তালুকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক বাবু বিধু মুৎশুদ্দী।
ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো. তারেক উদ্দিন রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি বিজন দাশ গুপ্ত , মো.শাহ আলম,ইউনিয়ন আ.লীগের দপ্তর সম্পাদক মৌলানা নুরুল আজিম, ২ নং পদুয়া ওয়ার্ড আ.লীগের সভাপতি আবুল কালাম চৌধৈুরী,মো.করিম উদ্দিন,পদুয়া ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনের সদস্যা ও পদুয়া ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মো. ইসকান্দর আলীর সহধর্মিণী রুজি আকতার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারেক সোহেল,মো.আনোয়ার হোসেন তালুকদার,মো. হাছান, উত্তম বড়ুয়া,পদুয়া ২নং ওয়ার্ড আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক উজ্জল বড়ুয়া,তারেকুল ইসলাম স্বাধীন,মো. আবু তাহের চৌধুরী প্রমুখ।
সম্মেলনের শুরুতে কুরআন,গীতা ও ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আয়োজিত সম্মেলনে আওয়ামী কৃষক লীগের সভাপতি প্রার্থী মো. ইসকান্দর আলী বিশাল মিছিলসহকারে সম্মেলনে যোগদান করেন। আয়োজিত সম্মেলনে পদুয়া ইউনিয়ন আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে সম্মেলন পূর্ণ হয়ে যায়। সম্মেলনে উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দের সমাগম হয়।
সম্মেলন শেষে পদুয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মো. ইসকান্দর আলী ও সাধারণ সম্পাদক পদে মো. আবু জাফর (প্রকাশ বুধা) এর নাম ঘোষণা করেন।