বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মধ্যপ্রাচ্যের সৌদি আরবের রিয়াদ শাখার সদস্য সচিব মনোনীত হয়েছেন রাঙ্গুনিয়ার সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ নেজাম উদ্দিন। এছাড়া নন্দলাল সরকার আহবায়ক এবং শাহিদুর রহমানকে যুগ্ম আহবায়ক মনোনীত করা হয়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রিয় কমিটির সভাপতি ফালগুনী হামিদ এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদন দেয়া হয়।
এছাড়া বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সৌদি আরবের সমন্বয়ক ও জেদ্দা শাখার সভাপতি আতাউর রহমান ভূইয়ার মাধ্যমে আগামী ৬ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়৷