আজ শনিবার (২৩ জুলাই) দুপুর পৌনে দুইটার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের ৩ নং ব্রিজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় বিএসআরএম এর লরী চাপায় মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান ফাতেমা জাহান জেবা।
নিহত ফাতেমা সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটস্থ কালুশাহ নগর এলাকার মান উল্ল্যাহ ফৌজদার বাড়ীর মোঃ ফারুক সনি’র মেয়ে এবং নগরীর এনায়েত বাজার মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ছাত্রী তার পিতার সাথে মোটরসাইকেল করে কলেজে যাওয়ার পথে পেছন থেকে একটি লরী ধাক্কা দিলে ঘটনাস্থলে জেবার মৃত্যু হয়। এসময় পিতা মোঃ ফারুক সনি আহত হন। পুলিশ লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌহিদ বলেন, পিতার সাথে মোটর সাইকেল যোগে কলেজে যাওয়ার সময় একটি লরী চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে ঘাতক গাড়ি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
রাঙ্গুনিয়ায় শহীদ মিনার ভেঙ্গে দোকান নির্মাণের অভিযোগ
নিউজ ডেস্ক ::চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গুনগুনিয়া বেতাগীর কমিউনিটি সেন্টার নামক স্থানে ইতিহাস ও ঐতিহ্যের স্মারক ভাষা শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিফলক ‘শহীদ মিনার’ ভেঙ্গে জায়গা দখল করে দোকান নির্মাণ করার অভিযোগ…