
চট্টগ্রামের রাঙ্গুনিয়া কোদালায় কাঠাল গাছের ঢালের সাথে ফাঁস লাগানো অবস্থায় এক ১৪ বছরের মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫আগষ্ট) বিকাল ৩টা থেক ৫ টার দিকে উপজেলার কোদালা ইউনিয়নের ফকিরমোরা এলাকায় এঘটনা ঘটে।
কিশোরের নাম মুহাম্মদ ইউসুফ, সে কোদালা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ফকির মুরা গ্রামের প্রবাসী জাহাঙ্গীরের বড় ছেলে। সে কোদালা মাদ্রাসার জামাতে হাপ্তুমের ছাত্র। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশ লাশ উদ্ধার করেন।
স্থানীয়দের থেকে জানা যায়,কিশোর মোহাম্মদ ইউসুফ মাদ্রাসা থেকে বিগত কয়েকদিন পালিয়ে যায়। পরে সে ঘরে আসলে তার মা নুর নাহার বেগম আজ সকালে মাদ্রাসায় পাঠালে আবারো সে মাদ্রাসা থেকে পালিয়ে ঘরে আসলে তার মা তাকে মারধর করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. আসগর আলী জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেই।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল ইসলাম বলেন-খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। নিহতের মা বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছে।তবে ময়না তদন্তের বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে আমরা আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করব।