রাঙ্গুনিয়ায় শতবর্ষী পুরাতন একটি মাটির মসজিদ পুনঃনির্মাণের উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ‘সরফভাটা গ্রুপ’। মসজিদটি উপজেলার শিলক ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা নরডর এলাকায় অবস্থিত।
শুক্রবার (৫ আগস্ট) জুমার নামাজ শেষে মসজিদটি পুনঃনির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
ভিত্তি প্রস্তর উপলক্ষে আয়োজিত সভা সরফভাটা গ্রুপের সভাপতি খোরশেদ আলম নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী মো. খোরশেদ আলম।
সরফভাটা গ্রুপের যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক জগলুল হুদা।
এসময় আরো বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সম্পাদক অনিক তালুকদার, সাহেদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মহিউদ্দিন, মসজিদের খতিব জামাল উদ্দিন।
আয়োজিত সভায় সরফভাটা গ্রুপের পক্ষ থেকে কয়েকজন প্রবাসীকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিতরা হলেন সংগঠনের সভাপতি খোরশেদ আলম, প্রবাসী মো. খোরশেদ, জামাল উদ্দিন, মো. মহিউদ্দিন, আরিফুল ইসলাম, সালেহ আহমেদ, সোহেল সিকদার ও মুহাম্মদ হাসান।
সংগঠনের নেতৃবৃন্দরা জানান, ইতিমধ্যেই মসজিদ নির্মাণে একটি নকশা তৈরি করা হয়েছে। নামকরণ করা হয়েছে সিদ্দিক আকবর জামে মসজিদ। বহুতল বিশিষ্ট ফাউন্ডেশন দিয়ে প্রাথমিকভাবে একতলা পর্যন্ত নির্মাণ করা হবে।
এদিকে দুর্গম এলাকায় মসজিদ নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।