![](https://ajkerrangunianews.com/wp-content/uploads/2022/08/IMG_20220806_202438.jpg)
রাঙ্গুনিয়া পদুয়ায় একই রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া মেম্বার পাড়া ও চেমি পাড়া এলাকায় বুধবার রাতে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা এ সময় আবুল হাশেম দোকান থেকে মুদির বিধি মালামাল ও নগদ টাকাসহ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
দোকানের মালিক আবুল হাশেম জানান, রাত ১১টায় তিনি দোকান বন্ধ করে বাসায় যান। বুধবার সকালে দোকান খুলে সবকিছু এলোমেলো দেখতে পান। চোরেরা তার দোকানের টিনের বেরা কেটে এ সব মালামাল নিয়ে যায়। এবিষয়ে আমি থানায় অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এএসআই জুয়েল জানান, ঘটনাস্থল পরিদর্শন করব। অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা নেয়া হবে।