চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কে হানিফ পরিবহন বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজিচালক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরো দুই যাত্রী আহত হন।
আজ রোববার (৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের গোচরা বাজারের সৌদিয়ার গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, হানিফ পরিবহন বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি। অটোরিকশাটি দ্রুত গতিতে আসায় এ দুর্ঘটনা ঘটেছে। ।
রাঙ্গুনিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে স্থানীয়রা। দুটি গাড়ি জব্দ করা হয়েছে।