দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দুপুরে জাতির শোকাবহ ১৫ আগষ্ট ৪৭তম জাতীয় শোক দিবস উপলক্ষে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল পদুয়া রাজারহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেরা আ.লীগের সহ-সভাপতি ও ১০ নং পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু জাফর।
এসময় থানার পুলিশ সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুসল্লীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাঙ্গুনিয়া প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন ওসি ওবায়দুল ইসলাম সহ উপস্থিত সকল। পরে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।