![](https://ajkerrangunianews.com/wp-content/uploads/2022/08/IMG_20220820_170727.jpg)
পদুয়া ফলহারিয়া হযরত পাঠান আউলিয়া (রহঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও এতিম খানা ভবনের ৩য় তলা শুভ উদ্বোধন করা হয়েছে।
![](https://ajkerrangunianews.com/wp-content/uploads/2022/08/IMG_20220820_123715-1024x576.jpg)
শনিবার (২০ আগস্ট) দুপুরে মাদ্রাসা এতিম খানা ভবনের ৩য় তলার শুভ উদ্বোধন করা হয়েছে।
নবনির্মিত এতিমখানার ৩য় তলা ভবনটি শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু জাফর।
এসময় পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি,ফলহারিয়া হযরত পাঠান আউলিয়া (রহঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসার এতিম খানার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাকিম উদ্দিন আল-কাদেরী,মাদ্রাসার দাতা সদস্য ও পদুয়া ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মুহাম্মদ ফারুক তালুকদারসহ পরিচালনা পরিষদ সদস্য,স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
![](https://ajkerrangunianews.com/wp-content/uploads/2022/08/IMG_20220820_123803-1024x576.jpg)
শেষে মুনাজাতের মাধ্যমে ১৫ আগস্টের সকল শহীদদের, মাদ্রাসা সভাপতি পরিবর্তনের নায়ক এরমাদ মাহমুদ ও পদুয়ার কৃত সন্তান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।