রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ আগষ্ট) বিকেলে ধামাইরহাট ভিএইড পাবলিক লাইব্রী মাঠে অনুষ্ঠিত সভা দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ মুছা’র সঞ্চলনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাস্টার খোরশেদ আলম তালুকদার, শ্রম বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, সদস্য এডভোকেট নিখিল কুমার নাথ, ইউনুস মিয়া, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, মীর গোলাম মোস্তফা বাবুল, ওমর ফারুক মাসুদ, জাহাঙ্গীর আলম মন্ডল, ফারুক আলী চৌধুরী, ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ, জিকু শীল প্রমুখ। শুরুতে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷ শেষে মোনাজাতের মাধ্যমে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকলের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।