ডেস্ক নিউজ:- রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এবং জাতীয় শোক দিবস উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল স্থানীয় মাঠে বুধবার (৩১ আগস্ট) রাতে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, “শোককে শক্তিতে রূপান্তরিত করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার শত্রুদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী নির্বাচনেও নৌকার বিজয় সুনিশ্চত করতে হবে। বিএনপি জামাতের আন্দোলনের নামে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের রাজপথে সমূচিত জবাব দিতে সংগঠনের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।”
শোক দিবস উদযাপন পরিষদের সভাপতি সিরাজুল করিম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি খালেদ মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগ নেতা বেদারুল আলম চৌধুরী বেদার।
প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি শামশুদ্দোহা সিকদার আরজু।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. তকি উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ, সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, পারভেজ হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির উদ্দীন রিয়াজ, সাধারণ সম্পাদক দিদারুল আলম, আওয়ামীলীগ নেতা ওমর ফারুক মাসুদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, মাহমুদুল হাসান,
ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক জিনু, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ হারুন মেম্বার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু, সাধারণ সম্পাদক আলীশাহ, যুবলীগ নেতা আবদুল জব্বার, মো. পারভেজ, মো. হাশেম, জানে আলম, মো. জাহেদ, উত্তর জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আবু বক্কর, লালানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল বিন জব্বার, সাধারণ সম্পাদক মো. তৌহিদ, হোসনাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন সান, মো. জজ প্রমূখ।