মিন্টু কান্তি নাথ(রাজস্থলী) রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটি উদ্যোগে বাজারে ক্রেতাদের স্বার্থে দোকানের সম্মুখে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন করা সহ সকল প্রতিষ্ঠানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার সিদ্ধান্তের জন্য বাজারের দোকানিদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
৩১শে আগষ্ট বুধবার সকাল ১০ ঘঠিকার সময় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাজার পরিচালনা কমিটির সভাপতি পুলক চৌধুরী,এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি বদিউল আলম বদি,সহ সভাপতি ছালামত খান,কালামং মারমা, সাধারণ সম্পাদক অরুণ সেন,সহ সাধারণ সম্পাদক সাহেদ হোসেন, অথ সম্পাদক নিটু চক্রবর্তী,সমম্বয়ক পুলক সাহা, দপ্তর সম্পাদক মংসাহলা রাখাইন,সহ দপ্তর সম্পাদক শাহ আলম, সদস্য মংক্যচিং মারমা, নুরুল হোসেন,মুন্সী মিয়া, দিদারুল আলম, মোঃ ফারুক,ছবুর শেখ, অঞ্জন ঘোষ, রনজিত চৌধুরী, তরিকুল ইসলাম, খোরশেদ আলম, এনায়েত হোসেন ও সকল ব্যবসায়ী বৃন্দ প্রমুখ। আলোচনা সভার শেষে সভাপতির বলেন সব ব্যবসায়ী ভাইদের প্রতি অনুরোধ দ্রব্যের মূল্যের দাম যেন ঠিক রেখে ব্যবসা চালিয়ে যায়।