নিউজ ডেস্ক: ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে কাজী মো. ফসিহ উদ্দিন রাজুকে সভাপতি ও শয়ন কুমার দে’কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আগামী ৩০ দিনের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংগঠনের উত্তর জেলার সভাপতি আছিফুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক মো. মোকাররম হোসেন ভূঁইয়া এ কমিটির অনুমোদন দেন।
এদিকে ওই উপজেলা থেকে মো. আব্দুল হামিদকে সংগঠনের উত্তর জেলার সহ-সভাপতি ও আশীষ চক্রবর্তীকে উত্তর জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।