মিন্টু কান্তি নাথ,(রাজস্থলী প্রতিনিধি) সামাজিক সম্প্রীতি রক্ষা ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখা, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা এবং সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষ্যে রাজস্থলী উপজেলাসহ তিনটি ইউনিয়নে ‘সামাজিক-সম্প্রীতি’ কমিটির সভা উপজেলা ও ইউনিয়নে সম্পন্ন হয়েছে। সোমবার (সেপ্টেম্বর) সকালে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আদোমং মারমা। সভায় বক্তব্য রাখেন বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রভাষক সুমন মুরসুদ্দি,,বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী, চন্দ্রঘোনা থানার এসআই অন্তু বড়ুয়া,আবু জাফর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারাধন কর্মকার, ধর্মবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি সদস্য থোয়াইসিমং মারমা,বাঙ্গালহালিয় বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অরুণ সেন, ছালমা আক্তার, বাপ্পী দেব, ইউপি সদস্য এমদাদুল হক মিলন, শিমুল দাস, কামাল হোসেন, মাওলানা ওমর ফারুক, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা নুরুল আমিন, ইসলামীক ফাউন্ডেশন সাধারণ কেয়ারটেকার আকবর আলী প্রমুখ। কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে ধর্মীয় সহিংসতা, সন্ত্রাসবাদ, উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিহত করতে দেশের সব জেলা-উপজেলায় ‘সামাজিক সম্প্রীতি কমিটি’ গঠনের ন্যায় ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির সদস্যরা নিজ নিজ এলাকায় সম্প্রীতি সমাবেশ করবেন। ধর্মীয় সহিংসতা, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ প্রতিহত করতে সচেতনতামূলক কার্যক্রম চালাবেন। মসজিদ, মন্দির, গির্জাসহ সব ধর্মীয় স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।
রাঙ্গুনিয়ায় দিন দুপুরে মসজিদের মাইক সেট চুরি
প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া শাহাবুদ্দীন নগর ফারুকে আজম জামে মসজিদের মাইক সেট চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৮ ডিসেম্বর) ২টা ৩০ মিনিটের দিকে রাঙ্গুনিয়া ৫নং পারুয়া ৮নং সাহাববুদ্দীন নগর হাজারীহাট…