মিন্টু কান্তি নাথ,রাজস্থলী
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়া শিব কল্পতরু বৈদান্তিক গীতা বিদ্যাপীঠে গীতা দান ও মহতী আলোচনা সভা শ্রী শ্রী শিব মন্দিরে অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়া শিব কল্পতরু বৈদান্তিক গীতা বিদ্যাপীঠের সভাপতি সুজন চৌধুরী, প্রধান অতিথি ছিলেন শ্রী শ্রী মা কালী ফাইন্ডেশনের চট্টগ্রাম সদস্য সচিব শিপুল দে, বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড বাগিশীক ইউনিয়ন সংসদের সিনিয়র সহ-সভাপতি রনজিত কুমার দাশ, মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা পুলক চৌধুরী, উপজেলা জাগো হিন্দু পরিষদের উপদেষ্টা সুজিত কর টিপু, মন্দির পরিচালনা কমিটির আহ্বায়ক সাংবাদিক হারাধন কর্মকার, উপদেষ্টা বসন্ত দাস, মন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি পলাশ সেন, সাবেক মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও খ্যাংদং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল বিশ্বাস, মন্দির পরিচালনা কমিটির সদস্য সচিব সাংবাদিক মিন্টু কান্তি নাথ, কুতুরিয়া পাড়া শিব কল্পতরু বৈদান্তিক গীতা বিদ্যাপীঠের সাধারণ সম্পাদক অরুপ দাস রুবেল, প্রধান ধর্মীয় বক্তা জগদীশ দেবনাথ পূজন, গীতা স্কুলের শিক্ষক পরান কৃষ্ণ কর্মকার, মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক সুমন ঘোষ,গীতা স্কুলের শিক্ষক যুবরাজ ভৌমিক প্রমুখ।