রাজস্থলী প্রতিনিধি ॥ রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায প্রশাসনের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ সাথে প্রস্ততিমুলক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে হল রুমে অনুষ্ঠিত প্রস্তুতি মুলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, ওসি জাকির হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎফল বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল,আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল ছাত্তার, প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, সরকারি বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, উৎসব পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহ পূজা উৎযাপন পরিষদ নেতৃবৃন্দ। প্রতি বছরের ন্যায় এই বারো উপজেলায় তিন টি পূজা মান্ডপে অনুষ্ঠিত হবে বলে জানান। শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান ইউএনও শান্তনু কুমার দাস।