রাজস্থলী প্রতিনিধি। রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২৭সেপ্টেম্বর) সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাস।আয়োজিত অনুষ্টানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, ওসি জাকির হোসেন, চন্দ্রঘোনা থানার এসআই মোয়াজ্জেম,কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা, মৎস্য কর্মকর্তা ছাবেদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, নির্বাচন কর্মকর্তা উৎফল বড়ুয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল করিম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা টিটু চৌধুরী, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, রাজস্থলী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক বিশ্বজিৎ সেন, সাংবাদিক আজগর আলী খান, সাংবাদিক হারাধন কর্মকারসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রধানসহ বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।
আইন শৃঙ্খলা সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাস বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় এবং সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করার লক্ষ্যে জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান। পূজা মান্ডপের সার্বক্ষণিক তদারকি করতে তিন জন সরকারি কর্মকর্তা ও প্রতিনিধিকে দায়িত্ব প্রদান করা হয়েছে । তিন আরো বলেন পূজায় দর্শনার্থীদের সুবিধার্থে মান্ডপে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবেন বলে জানান।