
মো. ইদ্রিছ-চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশদের নিয়ে অগ্নিনির্বাপণ মহড়া সম্পন্ন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট নিয়ে এই মহড়া অনুষ্ঠিত হয়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের দক্ষিণ রাঙ্গুনিয়া থানা কম্পাউন্ডে এ মহড়া অনুষ্ঠিত হয়।

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনায় আক্রান্ত হলে সেখান থেকে উদ্ধারকরণ, আগুন লাগলে আগুন থেকে উদ্ধার প্রক্রিয়া, কুঁড়ে ঘরে আগুন লাগার পর আগুন নেভানো, পেট্রল পাম্পে আগুন লাগলে নেভানোর মহড়াসহ আরও কিছু মহড়া চলে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটকে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন।

তিনি বলেন, অগ্নিনির্বাপণের বিভিন্ন কলা-কৌশল, হতাহতদের উদ্ধার ও তাৎক্ষণিক করণীয় বিষয়ে ফায়ার স্টেশনের একটি চৌকস অগ্নিনির্বাপক দল মহড়া পরিচালনা করেন। এতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ ও বিভিন্ন স্তরের মানুষ মহড়াটি প্রত্যক্ষ করেন।