মো. ইদ্রিস-রাঙ্গুনিয়া উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য আলহাজ্ব সাঈদ মাহমুদ রনির বর্ণাঢ্য আয়োজন ৩৯তম জন্মদিন পালন করেছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে ইছাখালী মেজ্জান রেষ্টুরেন্টে জন্মদিন উপলক্ষ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উৎসবমুখর পরিবেশে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে থাকেন। তাদের অফুরন্ত ভালবাসায় সিক্ত হন তিনি।
বুধবার বিকেলে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচের উদ্যোগে বিশেষ আয়োজনে জন্মদিন উদযাপন করা হয়।
পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আরিফ,রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি বি কে লিটন,৭নং বেতাগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিউল আলম,পদুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক সায়েদুল সায়েদ, পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তারেক সোহেল ও সাধারণ সম্পাদক শওকত, হোচনাবাদ ইউনিয়ন যুবলীগ নেতা মঈন উদ্দিন, সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক দিদার,পৌরসভা যুবলীগের সাবেক সভাপতি সিরাজ,সাধারণ সম্পাদক এহছান,পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি ইউসুফ রাজু ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাসহ আরো অনেকে।
সাঈদ মাহমুদ রণি বলেন, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো.ইউনুচের নেতৃত্বে ঐকবদ্ধ আজ যারা আমার জন্মদিনে ফুলের শুভেচ্ছা জানিয়ে অভিনন্দিত করছে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে নেতা কর্মীদের ইছাখালী মেজ্জান রেষ্টুরেন্টে শতাধিক লোকের খাওয়ার আয়োজন করে ।
জন্মদিন উপলক্ষ্যে গরীব-অসহায়সহ সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। ১৯৮২ সালের এই দিনে সাঈদ মাহমুদ রণি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এলাকার সমাজ সেবায় সর্বদা তিনি নিজেকে নিয়োজিত রাখেন।