
নিউজ ডেস্কঃ মো.ইদ্রিছ- রবিবার (২ অক্টোবর) রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দেশনা অনুসারে পদুয়া ইউনিয়নের আওতাধীন সকল পূজা মন্ডপ পরিদর্শন করলেন পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

এসময় নেতৃবৃন্দরা সারাশিয়া মহাজন বাড়ি মন্দির পূজা মন্ডপ,বাবুল বর বাড়ি সার্বজনীন পুজা মন্ডপ,হরিহর পুলিন বাবুর বাড়ির প্রগতি সংগ দুর্গা মন্দির, সবুজ সংগ দুর্গা মন্দির,বিশ্বাস বাড়ির পুজা মন্ডপ ও বিজন দাশ গুপ্তের বাড়ি সার্বজনীন পুজা মন্ডপ পরিদর্শন করেন।