
মো. ইদ্রিসঃ- সোমবার (৩ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের অষ্টমীতে পদুয়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ বাবু দুলাল কান্তি দাশ ও সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি।

পরিদর্শনকালে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


এদিন তারা সুখবিলাস সিকদার পাড়া সার্বজনীন দূর্গা মন্দির মন্ডপ,ডা. দয়ালশীল মেম্বারে বাড়ির শ্রী শ্রী করুনাময়ী মাতৃ মন্ডপ,ত্রিপুরা সুন্দরী সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির মন্ডপ,মাস্টার দালকাটা দাশ বাড়ির সার্বজনীন পূজা মন্ডপ ও পশ্চিম খুরুশিয়া গীতা পাড়া সার্বজনীন দূর্গা মন্ডপসহ বিভিন্ন মন্ডপসহ বিভিন্ন মন্ডপ ঘুরে সনাতনী সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
