
ডেস্ক নিউজঃ- চট্টগ্রাম দক্ষিণ রাঙ্গুনিয়া শহরে যাওয়ার পথে এক উপজাতি মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. আলমগীর (২৮) ও জাহাঙ্গীর আলম (২৯) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশ।
গত ৬ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে গোডাউন ব্রিজের পূর্ব পাশের জঙ্গলে ধর্ষণের ঘটনা ঘটে। পরে রাত আড়াইটার দিকে সরফভাটা ক্ষেত্রবাজার হতে অভিযুক্ত ২ যুবকে গ্রেপ্তার করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার একদল চৌকস পুলিশ ঠিম।আসামিদের মধ্যে আলমগীর সরফভাটা ৭ নম্বর ওয়ার্ড ভূমিরখীল সৈয়দ মাস্টারের বাড়ি এলাকার মৃত সৈয়দ আমিন প্রকাশ লেদু মিয়ার ছেলে ও জাহাঙ্গীর একই এলাকার ভূমিরখীল ওয়াজ উদ্দিন এলাকার মৃত নুরুল আমিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গার্মেন্টসকর্মী ওই নারী ছুটি নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে আসেন। পরে বাড়ি থেকে কর্মস্থলে ফিরতে রওনা করেন রাইড শেয়ারিং মোটরসাইকেলে করে। রাঙ্গুনিয়ার গোডাউন ব্রিজের উপর আসলে আসামিরা মোটরসাইকেল থামাতে সংকেত দেয়। মোটরসাইকেল চালক তহিদুল ইসলাম প্রকাশ রাব্বি বাইক থামালে তার যাত্রী ভুক্তভোগীকে জোরপূর্বক ধরে নিয়ে গোডাউন ব্রিজের দক্ষিণ পাড়ের পূর্ব পাশের জঙ্গলে নিয়ে যায়। পরে আসামিরা ওই উপজাতি নারীকে ধর্ষণ করে।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার নারী রাত ৯ টায় থানায় অভিযোগ নিয়ে আসলে রাতেই আমরা অভিযান চালিয়ে সরফভাটা থেকে আসামিদের গ্রেপ্তার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ করার বিষয়টি তারা স্বীকার করে। আজ সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।