
মো: ইদ্রিছ:- চট্টগ্রামের উত্তর রাঙ্গুনিয়া মোগলের হাটে “মেসার্স মা চন্ডিকা জুয়েলার্স” আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলার সাজে নতুন আঙ্গিকে অত্যাধুনিক রুপে উন্নত নির্ভরযোগ্য সেবা প্রদানের প্রত্যয় নিয়ে নতুন ঠিকানায় স্বর্ণ জগতের পথিকৃৎ “মেসার্স মা চন্ডিকা জুয়েলার্স” শুভ উদ্বোধন করেন মোগলের হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি ও ৩ নং স্বনির্ভর রাঙ্গুনিয়ার ইউপি সদস্য মো. সেকান্দর ও বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. পারভেজ।

“মেসার্স মা চন্ডিকা জুয়েলার্স” এর মালিক সাধন দাশের আমন্ত্রণে এসময় উপস্থিত ছিলেন,ছোটন দাশ,সোবস দাশ,বাবুল দাশ ও দোলন চৌধুরী প্রমুখ।

“মেসার্স মা চন্ডিকা জুয়েলার্স”এশুভানুধ্যায়ী, শুভাকাঙ্খিসহ সকলকে এ শুভাযত্রায় আমন্ত্রণ জানিয়েছেন মেসার্স মা চন্ডিকা জুয়েলার্স এর মালিক সাধন দাশ।

মেসার্স মা চন্ডিকা জুয়েলার্সের মালিক সাধন দাশ জানান, তার জুয়েলার্সে সুদক্ষ কারিগর দ্বারা সময়ের সাথে মিল রেখে ১০০% গ্যারান্টি যুক্ত অত্যাধুনিক ডিজাইনের দেশী-বিদেশী ১৮,২১, ২২ ক্যারেটের হলমার্ক যুক্ত অলংকার তৈরী করা হবে এবং মানসম্মত রেডিমেইড স্বর্ণ, অলংকার পাওয়া যাবে।

মেসার্স মা চন্ডিকা জুয়েলার্সেগ্যারান্টি সহকারে KDM দ্বারা ১৮,২১ ২২ ক্যারেট হলমার্ক যুক্ত অলংকার প্রস্তুতকারক গোল্ড নেকলেস সেট, গোল্ড ইয়ার রিং , গোল্ড লকেট সেট, গোল্ড আংটি, গোল্ড চুরি, গোল্ড পায়েল, গোল্ড চেইন , গোল্ড নাকফুল, আংটি ও অনেক ধরনের গোল্ড জুয়েলারি পাওয়া যাবে।

