ডেস্ক নিউজঃ-চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া মন্ত্রী পাড়া এলাকাবাসী ও যুবকদের উদ্যোগে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধায় মন্ত্রী পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে পরিবর্তনের নায়ক আলহাজ্ব এরশাদ মাহমুদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন আনোয়ারা ছড়া সৈয়দবাড়ী দরবার শরীফের সাজ্জাদানশীল আবুল কাসেম আল- কাদেরী। বিশেষ আলোচক ছিলেন হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউসিয়া মঈনীয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা মুফতি মঈন উদ্দিন খান আল- কাদেরী।
এসময় আরো ধর্মীয় আলোচনা করেন মুসলিম উম্মাহ ঐক্য পরিষদের সভাপতি মাওলানা হাকিম উদ্দিন আল- কাদেরী, সাধারণ সম্পাদক মাওলানা ফারুক, মাওলানা আব্দুল করিম, মাওলানা ইকবাল হোসেন প্রমুখ।