
ডেস্ক নিউজ:-রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) বিকালে এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি খালেদ মাহমুদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামশুদ্দোহা সিকদার আরজু, প্রধান বক্তা হিসেব উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ।

সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাশেম মাস্টার বিএসসি, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, শহীদুল্লাহ্ চৌধুরী আইয়ুব খান, উপজেলা যুবলীগের সিনিয়র সহ- সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, সাবেক ছাত্রনেতা শাহাদাত তালুকদার, মোহাম্মদ দিদারুল আলম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি পারভেজ হোসেন, মোহাম্মদ সিরাজ, মো. ওসমান তালুকদার, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, শুভ শীল, আবু তালেব সানি, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন আহমেদ, মোহাম্মদ আজিজ হোসেন, সাইফুল্লাহ চৌধুরী, প্রচার সম্পাদক হাসান মুরাদ, দপ্তর সম্পাদক মনসুর আবদুল্লাহ, উপ সাংস্কৃতিক সম্পাদক প্রণব দে, উপ বন পরিবেশ সম্পাদক মোহাম্মদ সাকিল, সহ সম্পাদক আরমান উদ্দিন, খোরশেদ আলম, মো. আলমগীর, সদস্য জামাল উদ্দিন সিকদার, মোহাম্মদ হাসান, অর্পন বড়ুয়া, উত্তরজেলা ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৌহিদুল আজিজ মানিক, সাধারণ সম্পাদক জামশেদ মুন্না প্রমুখ।
সম্মেলনে সভাপতি-সম্পাদক পদে বর্তমান দায়িত্বশীলরা ছাড়াও প্রতিদ্বন্ধিতা করেন সভাপতি পদে ওসমান তালুকদার এবং সাধারণ সম্পাদক পদে মো. সরোয়ার লিটন, মোহাম্মদ আলমগীর, মো. শাওন তাইজুল ইসলাম, মোহাম্মদ আশিক।