ডেস্ক নিউজঃ- চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক তৈয়বীয়া নূরীয়া ছত্তারীয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০অক্টোবর) সকালে মাদ্রাসার হল রুমে আয়োজিত মিলাদ মাহফিল দক্ষিণ শিলক তৈয়বীয়া নূরীয়া ছত্তারীয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কাজী শহিদুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার আজীবন দাতা সদস্য মুহাম্মদ আব্দুল কাদের চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার আজীবন দাতা সদস্য মুহাম্মদ এরশাদ সিকদার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার আরবি মুদাররিস মাওলানা হাকিম উদ্দিন আল-কাদেরী ও মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা রফিকুল ইসলাম নঈমী।
এসময় আরো উপস্থিত ছিলেন- পদুয়া আহলে সুন্নাত ওয়াল জামাআতের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ নঈমী, মুছা তালুকদার, আবু তাহের, মাদ্রাসার আজীবন দাতা সদস্য কাজী মুহাম্মদ ফখরুদ্দিন, মাদ্রাসা পরিচালনা কমিটির বিদ্যুৎসাহি সদস্য আব্দুল্লাহ আল-মামুন, অভিভাবক সদস্য মোহাম্মদ আলী, আনছারুল হক, আহছানুজ্জামান, মাওলানা নজরুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন, মাওলানা মোহাম্মদ আলী, অভিভাবক সদস্য আব্দুর রাজ্জাক, সাজু আক্তার, মাওলানা আব্দুল হালিম আল-কাদেরী, মাওলানা হাফেজুর রহমান আল-কাদেরী, শিক্ষক শাহাদাত হোসেন সিকদার, মাদ্রাসার সাবেক ছাত্র মাওলানা নজরুল ইসলাম, মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস শুকুর, মাস্টার সাবের আহমদ, মুফিজুল হক চৌধুরী, জয়লান আবেদীন,আব্দুল হামিদ নঈমী, হাফেজ আব্দুর রহিম, শিক্ষিকা কামরুন নাহার সুমি, আয়েশা আকতার, মারজানুল মাওয়া প্রমুখ।
মাহফিলের শুরুতে ক্বেরাত, হামদ ও নাতে রাসুল ( সঃ) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মাহফিলে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন আগত অতিথিরা।