মো. ইদ্রিসঃ-রাঙ্গুনীয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের বনগ্রাম উম্মে হানী (রাঃ) মহিলা মাদ্রাসা ও বালক বালিকা হেফজখানার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা মাওলানা মাহমুদুল্লাহর সভাপতিত্বে মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা আব্দুল আজিজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের উপদেষ্টা মাওলানা আকতার হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আবু মনছুর, মোহাম্মদ পারভেজ, ইসলাম পুর মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল আমিন প্রমুখ।
এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সুখবিলাস তালিমুল কুরআন বালিকা মাদ্রাসার নির্বাহি পরিচালক মাওলানা মো. নাছির উদ্দিন,মাওলানা হাবিবুল্লাহ, মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ জয়নাল, আবুল কাশেম, হাফেজ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, মাওলানা সালাহ উদ্দিন, মাওলানা আব্দুল মালেক, মাওলানা ইকবাল হোসেন, মাওলানা ক্বারী আব্বাস, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা ক্বারী মোহাম্মদ হাসান, মাওলানা জামশেদ মাওলানা আব্দুল আজিজ, মাওলানা ওসমান, মাওলানা নুরুল আমিন, মাদ্রাসা প্রতিষ্টাতা পরিচালক মাওলানা নেজামউদ্দিন,সোকন সহ অনেকে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন -শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষাই আলো, সেই আলোই যদি হয় দ্বীনি শিক্ষা, সেই শিক্ষাই মিলবে ইহ কালের শান্তি পর কালের মুক্তি। মেয়েরাই শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে, তাই আপনার ও আমার মেয়েকে দ্বীনি শিক্ষা গ্রহণ করতে মাদ্রাসায় পড়ানো উচিত।
আলোচনা অনুষ্ঠান শেষে মাদ্রাসার মেধাবী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।