
মো. ইদ্রিছঃ- চট্রগ্রামের রাঙ্গুনিয়া পদুয়া দ্বারীকোপ মোলভীখীল জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর যৌথ আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাহফিল রবিবার (৩০ অক্টোবর) সন্ধায় দ্বারিকোপ মৌলভীরখিল জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে গাউছিয়া কমিটি বাংলাদেশ পদুয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল হালিম আল- কাদেরীর সভাপতিত্বে প্রধান ওয়ায়েজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান আল্লামা প্রফেসর ড. এ.এস. এম বোরহান উদ্দিন।



এতে উদ্বোধক ছিলেন,রাজার হাট হযরত ছিদ্দিক আকবর (রাঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা কাজী মুহাম্মদ নিজাম উদ্দিন আল- কাদেরী।

বিশেষ ওয়ায়েজ ছিলেন রাজার হাট হযরত ছিদ্দিক আকবর (রাঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল করিম তাহেরী প্রমুখ।

মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত ও দুআ করেন। শেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়েছে।
