রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা শিলকে ৩ চোরকে গ্রেপ্তার করে তাদের স্বীকারোক্তি অনুযায়ী চুরি হওয়া স্বর্ণ, মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রবিউল হোসেন প্রকাশ নয়ন (২১), সোহেল হোসেন (১৯) ও মো. মিজান হোসেন(২০)।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবায়দুল ইসলাম দৈনিক জনবাণী পত্রিকাকে বলেন, গ্রেপ্তার ৩ জনকে গত শুক্রবার (২৬ মে) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গত বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের ৫টি মোবাইল সেট, ১টি স্বর্ণের বার, ১টি স্বর্ণের নেকলেস, ৩টি স্বর্ণের চেইন, ৫টি স্বর্ণের আংটি, ৩ জোড়া কানের দুল, ২ জোড়া হাতের চুরি, ১টি হাতের বেসলেট ও নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগে গত ২৫ মে চুরি হওয়ার বিষয়ে একটি অভিযোগ করেন উপজেলার শিলক ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রী। আর অভিযোগটি পেয়ে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ তিনজনকে গ্রেপ্তার করে তাদের স্বীকারোক্তি অনুযায়ী এসব চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার করে।
রাঙ্গুনিয়ায় দিন দুপুরে মসজিদের মাইক সেট চুরি
প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া শাহাবুদ্দীন নগর ফারুকে আজম জামে মসজিদের মাইক সেট চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৮ ডিসেম্বর) ২টা ৩০ মিনিটের দিকে রাঙ্গুনিয়া ৫নং পারুয়া ৮নং সাহাববুদ্দীন নগর হাজারীহাট…