
নিউজ ডেস্ক: যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত সমাবেশ করতেই পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (১১ জুন) রাজধানীতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, জামায়াত গতকাল যেসব বক্তব্য দিয়েছে সেগুলো আসলে বিএনপির বক্তব্য। দেশের মানুষ আর তাদের সেসব বক্তব্য পাত্তা দেয় না। কারণ মানুষ জানে তারা কেমন।
জামায়াতের সমাবেশ করা নিয়ে তথ্যমন্ত্রী বলেন, নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত যে কোনো রাজনৈতিক দল সমাবেশ করতেই পারে। জামাত তো আর নিষিদ্ধ দল নয়।
ড. হাছান মাহমুদ বলেন, সামনে সংসদ নির্বাচন, এসময় রাজনৈতিক দলগুলো নির্বাচনী পরিবেশ তৈরি করবে সেটাই স্বাভাবিক। কিন্তু বিএনপি জামায়াতের উদ্দেশ্য তা নয়।