মো. ইদ্রিছঃ- পদুয়া ফলহারিয়া হযরত পাঠান আউলিয়া (রহঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও এতিম খানা ভবনের ৪র্থ তলা শুভ উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জুন) দুপুরে মাদ্রাসা হল রুমে ফলাহারিয়া হযরত পাঠান আউলিয়া (রহঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও এতিম খানা পরিচালনা পরিষদের আয়োজনে ৪র্থ তলার শুভ উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
কর্মসূচীর মধ্যে ছিল এদিন সকাল ৯ টা থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্বেরাত, নাতে রাসূল (সাঃ) ও বক্তব্য প্রতিযোগিতা,জিকিরে মুস্তফা (সাঃ), দ্বীনি শিক্ষার গুরুত্ব ও আউলিয়া কেরামের জীবনী আলোচনা করা হয়েছে।
আয়োজিত অনুষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি পরিবর্তনের নায়ক হিসেবে কৃষি এওয়ার্ড প্রাপ্ত মৎস্য ও কৃষি খামারী এরশাদ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু জাফর। প্রধান বক্তা হিসেব উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা হাকিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন,রাজবিলা কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক জুয়েল,পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মতিউর রহমান ও বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক মো. ইকবাল হোসেন নয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ ।
মাদ্রাসার সেক্রেটারি মুহাম্মদ রফিকুল ইসলাম সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক প্যানেল চেয়ারম্যান শাহজাহান মেম্বার,মাদ্রাসার দাতা সদস্য ও পদুয়া ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মুহাম্মদ ফারুক তালুকদার সহ স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদ হাছান তালুকদার,সাংবাদিক জগলুল হুদা, মো. ইদ্রিছ,সাইদ হোসেন তানিম,সুখবিলাস ফিশারিজ এন্ড প্ল্যান্টেশনের ম্যানেজার টিটু,হায়দার আলী,ইউনিয়ন ছাত্রলীগের সহ- সভাপতি প্রিয়তোষ কান্তি দে, ছাত্র লীগ নেতা ইউসুফ, সোমবারিয়া বাজার ব্যবসায়ী মো. নাজিম উদ্দিন, দাতা সদস্যগণসহ এলাকার গণ্যব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ।
আগত মেহমানবৃন্দের জন্য মাদ্রাসার পক্ষ থেকে তাবারুক হিসেবে খাবার পরিবেশন করা হয়।
শেষে আখেরি মুনাজাতের মাধ্যামে মাদ্রাসার সভাপতি আলহাজ্ব এরশাদ মাহমুদ হজ্জ পালন শেষে সহিসালামতে হজ্জ পালন করে দেশে পুনরায় ফিরে আসার জন্য ও পদুয়ার কৃত সন্তান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়