
নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশন এর উদ্যোগে পদুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভান্ডারী গেইট এলাকার মরহুম গোল আহমদের ছেলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মো.ইদ্রিছ (৪৫) কে তথ্যমন্ত্রী`র নিজ অর্থায়নে ২টি অটোরিকশা ও নগদ ২ লক্ষ ৭৫ হাজার টাকা দেয়া হয়েছে।
বুধবার (৯ আগস্ট) বিকালে সুখবিলাস ১০ মাইল মুক্তিযোদ্ধা বাজারে এনএনকে ফাউন্ডেশনের পক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর স্নেহধন্য ছোট ভাই বার বার স্বর্ণপদক প্রাপ্ত পরিবর্তনের নায়ক এরশাদ মাহমুদ ২টি অটোরিকশা ও নগদ ২ লক্ষ ৭৫ হাজার টাকা ইদ্রিছের হাতে তুলে দেন।
উল্লেখ্য মো. ইদ্রিছ গত কয়েক মাস আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন যাবৎ পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। চিকিৎসা শেষে কিছুদিন আগে নিজ বাড়িতে ফিরে আসেন।
এসময় পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ দুলাল কান্তি দাশ ও ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদিসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।