নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার জাতির শোকাবহ ১৫ আগষ্ট ৪৮তম জাতীয় শোক দিবস উপলক্ষে উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সকালে বিদ্যালয় মিলনায়তনে দুআ, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও রেলওয়ে কর্মকর্তা স্নেহাশীষ দাশ গুপ্ত।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংগাঠনিক সম্পাদক ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ,মোজাফফর) মিটুল দাশ গুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য বৃন্দ।
এসময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. শাহ আলম,টিটু দাশ,ইউনিয়ন আ.লীগের দপ্তর সম্পাদক মৌলভী নুরুল আজিমসহ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক- শিক্ষিকাগন,ছাত্র -ছাত্রী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে উপস্থিত সকল বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও বৃক্ষ রোপণ করা হয়।