নিউজ ডেস্ক:আজ মঙ্গলবার জাতির শোকাবহ ১৫ আগষ্ট ৪৮তম জাতীয় শোক দিবস উপলক্ষে পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিকালে রাজারহাট নুরে মনির কনভেনশন কমিনিউটি সেন্টারে দুআ, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পদুয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি প্রফেসর দুলাল কান্তির সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম চৌধুরী,
উপজেলা আ.লীগের সহ- সভাপতি ও পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু জাফর,শিলক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ.মান্নান চৌধুরী,
উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম তালুকদার, পদুয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি,পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.জাহিদ হাছান তালুকদার,
উপজেলা ছাত্রলীগ নেতা নুরুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা মনজুশ্রী নাহার,
ইউনিয়ন আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক মতিউর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ছাবের মাষ্টার,সহ-সভাপতি কাজী আমিনুল হক,ইউনিয়ন আ.লীগের প্রভাবশালী সদস্য মো.সেলিম উদ্দিন,ইউনিয়ন কষকলীগের সাধারণ সম্পাদক বিদু মুৎসুদ্দি, পদুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক সায়েদুল আলম সায়েদ,ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তারেক উদ্দিন রানা,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. তারেক সোহেল প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেন টিটু,ঈমাম উদ্দিন,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সাখাওয়াত হোসেন,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শওকতসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক অঞ্জন মাষ্টার।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রূহের মাগফেরাত কামনা করা হয়।
পরে উপস্থিত সকল বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।