
নিউজ ডেস্ক :(মো: ইদ্রিছ) সুখবিলাস শেখ রাসেল স্মৃতি সংসদের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী,সংবর্ধনা, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছ।

বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধায় সুখবিলাস মুক্তিযোদ্ধা বাজার মাঠে সুখবিলাস শেখ রাসেল স্মৃতি সংসদের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্মৃতি সংসদের সভাপতি মোঃ আতিকুল্লাহ ইয়াছিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবর্তনের নায়ক বিশিষ্ট সমাজসেবক দানবীর, তথ্য ও সম্প্রচার মন্ত্রীর স্নেহধন্য ছোট ভাই আলহাজ্ব এরশাদ মাহমুদ।

আয়োজিত অনুষ্ঠানটি শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোঃ ইমন হোসেন হাবিব ও আবু সুফিয়ানের যৌথ সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহমুদুল হাছান বাদশাহ,

পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য মো. জাহিদ হাছান তালুকদার,

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুছ,

উত্তর জেলা ছাত্র লীগের সহ-সভাপতি মাহমুদুল হাছান রাসেল,উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু,কোদালা ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি মো. আবু তাহের,পদুয়া ইউনিয়ন যুবলীগ এর সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক সায়েদুল আলম সায়েদ,মো: লোকমান,


শিলক ইউনিয়ন যুবলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মো: পারভেজ হোসেন,শিলক ইউনিয়ন যুবলীগ এর সহ- সভাপতি মো: ফয়সাল,


সাবেক সাদেকুন নুর,পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারেক সোহেল, সাধারণ সম্পাদক শওকত,পদুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো: সোহেল আজাদ,স্মৃতি সংসদের যুগ্ম- সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্র লীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক ওমর ফারুক নঈমী,রাঙ্গুনিয়া কলেজ শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারেকুল ইসলাম স্বাধীন,পদুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মো. তারেক উদ্দিন রানা, উপজেলা ছাত্র লীগের সদস্য আরমান হোসেন তুষার প্রমুখ।

এসময় শেখ রাসেল স্মৃতি সংসদের সহ-সভাপতি আবু সাইহাম বাপ্পু,মো.তৌফিক, সাংগঠনিক সম্পাদক মো. আবু সুফিয়ান,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. নাসিম,দপ্তর সম্পাদক মো. আসিফ,ক্রীড়া বিষয়ক সম্পদক মো. ইসমাঈল,সদস্য মো. সাকিব, মানিক, তৌহিদ, রাকিব ও আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। শেষে আগত অতিথিরা ও স্মৃতি সংসদের সদস্যরা কেক কেটে সুখবিলাস শেখ রাসেল স্মৃতি সংসদের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
শেষে উপস্থিত সকলের মাঝে রাতের খাবার বিতরণ করা হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন টেলিভিশনের একাধিক তারাকা শিল্পী সংগীত পরিবেশন করেন। উপস্থিত সকলে সাংস্কৃতিক অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত উপভোগ করেন।