নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস ফিসারিজ এন্ড প্লান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় মৎস্য পদক (স্বর্ণপদক)-২০২৩ অর্জন করায় পদুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সুখবিলাস মেখ রাসেল স্মৃতি সংসদের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধায় সুখবিলাস মুক্তিযোদ্ধা বাজার প্রাঙ্গনে সুখবিলাস শেখ রাসেল স্মৃতি সংসদের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি আতিকুল্লাহ ইয়াছিন ও সাধারণ সম্পাদক ইমন হোসেন হাবিবের নেতৃত্বে স্মৃতি সংসদের সকল সদস্য, অনুষ্ঠানে আগত সকল অতিথিও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।