নিউজ ডেস্ক:(মো: ইদ্রিছ) বিপুল আনন্দ ও উৎসব মুখর পরিবেশে পদুয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের ৭,৮ ও ৯ ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ সেপ্টেম্বর) বিকালে সুখবিলাস মুক্তিযোদ্ধা বাজার প্রাঙ্গনে যুবলীগ নেতা আব্দুল হান্নানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য পরিবর্তনের নায়ক আলহাজ্ব এরশাদ মাহমুদ।
পদুয়া ইউনিয়ন যুবলীগের সহ- সভাপতি নুর নবীর সঞ্চালনায় ও সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মো. লোকমানের সার্বিক তত্ববধানে সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন, পদুয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. রাশেদুল ইসলাম রাসেল, প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো.সাইদুল আলম সায়েদ, সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু জাফর,ইউনিয়ন আ’লীগের ভার প্রাপ্ত সভাপতি উপাধ্যক্ষ দুলাল কান্তি দাশ,
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি,
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য মো.জাহিদ হাছান তালুকদার,
পদুয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি আবছার তালুকদার,
ইউনিয়ন আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. মতিউর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশ সম্পাদক অন্জন মাষ্টার,
আ’লীগ নেতা পদুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো.নজরুল ইসলাম,ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. সেলিম উদ্দিন, সুখবিলাস ওয়ার্ড আ’লীগের সভাপতি মাষ্টার ফসিউল আলম, সাধারন সম্পাদক অসুক তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও পদুয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মো. ফারুক তালুকদার,
ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো: নাসিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো. নুরুন নবী,পদুয়া ইউনিয়ন যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক লায়ন মো. ইদ্রিছ,পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. তারেক সোহেল,সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শওকত,
পদুয়া ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো. তারেক উদ্দিন রানা, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. সোহেল আজাদ ও উপজেলা ছাত্রলীগের সদস্য মো: ইউছুফ প্রমুখ।
সম্মেলনে এ সময় পদুয়া ইউনিয়ন পরিষদের নারী সংরক্ষিত আসনের ইউপি সদস্যা শামিমাহ আকতার, কুমকুম বড়ুয়া, রুজি আকতার,সুখবিলাস শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি আতিকুল্লাহ ইয়াছিন,সাধারন সম্পাদক ইমন হোসেন হাবিব,সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো. সোহেল, ফজলুল হক, শাহ আলম,মো. মনির, আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরাসহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেক উপস্থিত ছিলেন।
সম্মেলনের শুরুতে মিছিল সহকারে সম্মেলনস্থলে যোগ দেন পদুয়া ইউনিয়ন আওতাধীন ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সভাপতি /সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা।
এসময় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে সম্মেলনের শুরু করা হয়।