
নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া পদুয়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে রাজারহাট নুরে মনির কনভেনশন কমিউনিটি সেন্টারে বিকালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি শেখর বিশ্বাস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুখবিলাস ফিশারীজ
এন্ড প্ল্যান্টেশনের চেয়ারম্যান, পরিবর্তনের নায়ক এরশাদ মাহমুদ।

পদুয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃঅনজন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাস্টার টিটু সেন।

মাস্টার মিশু দাশ ও বিপ্লব চৌধুরীর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু জাফর,পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উপাধ্যক্ষ দুলাল কান্তি দাশও পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি মাস্টার নির্মল কান্তি দাশ,অধ্যাপক অসীম কুমার শীল,বিভূতি ভূষণ,রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মাস্টার তরুন কান্তি দাশ, উপজেলাপূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নির্বানিতোষ সাহা নির্ভোষ,ত্রিদীপ সাহা,রীটন কান্তি দে,দিলীপ দাশ,উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি মাস্টার অন্জন দাশ,বষু নাথ মজুমদার,যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, যুগ্মসম্পাদক সত্যজিৎ দাশ ও সাংগাঠনিক সম্পাদক ডাঃলিটন ধর।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শিলক ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক প্রণব ধর।
অতিথিরা বক্তব্যে বলেন, মানুষে মানুষে কোন ভেদাভেদ হতে পারে না। মানুষের মানবিক মূল্যবোধকে জাগ্রত করতে হবে। বঙ্গবন্ধুকে হারানো ছিলো জাতির জন্য দুর্ভোগ। আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই।
সংখ্যালঘুদের সাথে যে ন্যাক্কার জনক ঘটনা ঘটেছে তার বিচার না হওয়ার ফলে সাম্প্রদায়ীকতা প্রকাশ পাচ্ছে।