নিউজ ডেস্ক: চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় উপজেলার পদুয়া ইউনিয়ন রাজার হাট নুরে মনির কনভেনশন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পদুয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিকা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক হোসনে আরা বেগম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন পরিবর্তনের নায়ক আলহাজ্ব এরশাদ মাহমুদ।
পদুয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইন্দিরা বড়ুয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাস্টার অন্জন দাশের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু জাফর,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তালুকদার বাদশা,পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের উপাধ্যক্ষ দুলাল কান্তি দাশ,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি,পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদ হাছান তালুকদার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,ইউনিয়ন আ.লীগের সহ- সভাপতি মো. শাহজাহান মেম্বার,রাঙ্গুনিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুফা আক্তার।
এ সময় আরো উপস্থিত ছিলেন,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ রফিক, কৃষি বিষয়ক সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সাবের মাস্টার, ধর্ম সম্পাদক মাওলানা হাকিম উদ্দিন, দপ্তর সম্পাদক মৌলভী নুরুল আজিম,মহিলা সম্পাদিকা মঞ্জুশ্রী নাহার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো.সেলিম উদ্দিন, ইসমাইল হোসেন টিটু,ইমাম হোসেন,সন্জয় দে ভুট্টো, ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক সায়েদুল আলম সায়েদ,ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তারেক উদ্দিন রানা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. তারেক সোহেল,প্রিয়তোষ কান্তি দে,আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরাসহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সম্মেলনের শুরুতে মিছিল সহকারে সম্মেলনস্থলে যোগ দেন পদুয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি /সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা।
এসময় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সম্মেলনের শুরু করা হয়।