নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া পদুয়া সুখবিলাস নার্সারি পাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্য আজিমুশশান নুরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাদে মাগরিব নার্সারি পাড়া জামে মসজিদ পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আব্দুল মুবিন চৌধুরী।
উদ্বোধক ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রী কলেজের সভাপতি নুরুল আবছার তালুকদার।
দরবারে আলা হযরতের খলিফা ও আন্জুমানে রজভীয়া নুরিয়া ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা আবুল কাশেম নুরী।
এলাহিয়া বক্স সুন্নিয়া হেফজুল কুরআন মাদরাসার সুপার ও নার্সারী পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাসুম বিল্লাহ ও লোকমান হাকিম (সও:) এর যৌথ পরিচালনায় বিশেষ ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন, ফলহারিয়া হযরত পাঠান আউলিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা আব্দুল হাকিম আল-কাদেরী, রাজবিলা হযরত আরবান আলী শাহ (রহ:) মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা নুরুল আজিম,রাজারহাট হযরত সিদ্দিকি আকবর সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আব্দুল করিম তাহেরী ও অলির হাট, জিলানী জামে মসজিদের খতিব মাওলানা মুফতি শাহ মোয়াজ্জেম হোসেন আল-কাদেরী প্রমুখ।
পরে মাহফিলে পরিচালনা পরিষদের পক্ষ থেকে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
শেষে মিলাদ কিয়াম ও দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত ও তাবারুক বিতরণ করা হয়।