নিউজ ডেস্ক: শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ আগুন লাগে।
খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে যায়। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনা নিশ্চিত করেন।
জানা যায়,একটি ঘরের ফ্রিজের বৈদ্যুতিক শর্ট থেকে আগুনের সুত্রপাত হয় এবং সাথে সাথে আগুন ছড়িয়ে পড়ে।
দ্রুত স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিছুসময় পর ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে আসে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।
এদিকে পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির নেতৃত্বে ইউনিয়ন আ.লীগের একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত পরিবারের খোজ খবর নেন এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এবং বিত্তবানদের প্রতি তাদের পাশে দাড়ানোর আহবান জানান।