নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া পদুয়া নাপিতপুকুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে জামে মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্য আজিমুশশান নুরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ সেপ্টেম্বর) বাদে মাগরিব নাপিতপুকুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিকলীগ পদুয়া ইউনিয়ন শাখার সভাপতি ও মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সোহেল আজাদ।
উদ্বোধক ছিলেন নাপিতপুকুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও রাজবিলা আরবান আলী শাহ (রহ:) সুন্নিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মাও: নুরুল আজিম আল- কাদেরী।
প্রধান ওয়ায়েজিন ছিলেন রাউজান উরকিরচর মোহাম্মদিয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল-কাদেরী।
প্রধান আকর্ষণ ছিলেন চট্টগ্রাম বাহির সিগনাল আল-আমিন বারিয়া দরবার শরীফের শাহজাদামাও: ছৈয়দ মোহাম্মদ মোকাররম বারী।
বিশেষ ওয়ায়েজীন ছিলেন চট্টগ্রাম, চান্দগাঁও,বহদ্দারহাট, খাজা রোড গাউছুল আজম জামে মসজিদের খতিব মাও: আবদুন নবী আল-কাদেরী প্রমুখ।
এসময় মসজিদ পরিচালনাকমিটির সদস্যবৃন্দ, রাজনৈনতিক,সামাজিক ও এলাকারগণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
শেষে মাহফিলে পরিচালনা পরিষদের পক্ষ থেকে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
শেষে মিলাদ কিয়াম ও দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত ও তাবারুক বিতরণ করা হয়।