নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া পদুয়া সুখবিলাস হিলফুল ফুজুল পরিষদ ও সোমবারিয়া বাজার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে নুরুচ্ছছফা কবির জামে মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্য আজিমুশশান নুরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বাদে মাগরিব হিলফুল ফুজুল পরিষদ ও সোমবারিয়া বাজার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে
আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন ফলহারিয়া হযরত পাঠান আউলিয়া (রহ:) সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাও: হাকিম উদ্দিন আল-কাদেরী।
উদ্বোধক ছিলেন হিলফুল ফুজুল পরিষদের সাধারণ সম্পাদক মো. সাকিব হোসেন।
প্রধান ওয়ায়েজিন ছিলেন ফটিকছড়ি আজিজিয়া হাশেমিয়া নূরিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুন নুর মোহাম্মদ হাসান বিন নুরী।
বিশেষ ওয়ায়েজীন ছিলেন সাতকানিয়া গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক ও সুখবিলাস নুরুচ্ছফা কবির জামে মসজিদের খতিব হাফেজ মাও: মো: মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রী কলেজের সভাপতি নুরুল আবছার তালুকদার,পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদ হাছান তালুকদার ও বিশিষ্ট দানবীর ও সমাজসেবক মো. মুমিনুল হক চৌধুরী।
এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সুখবিলাস সোমবারিয়া বাজারের সভাপতি মো. রাশেদ তালুকদার, সুখবিলাস উচ্চবিদ্যালয়ের দাতা সদস্য মো: লোকমান হাকিম,আলহাজ্ব আলী আহম্মদ রহমজান বিবি হেফজখানা ও এতিম খানার পরিচালক মো. নজরুল ইসলাম (মুরাদ),পদুয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. রাশেদুল ইসলাম রাসেল, পদুয়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মো. সোহেল আজাদ ও সুখবিলাস শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি আতিকুল্লাহ ইয়াছিন প্রমুখ।
মাহফিলে আরো আমন্ত্রিত উলামায়ে কেরাম ছিলেন, রাজবিলা হযরত আরবান আলী শাহ (রহ:) সুন্নিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মাও: নুরুল আজিম আল-কাদেরী,সুখবিলাস সাগর আলী জামে মসজিদের খতিব মাও: মো: কাজী আব্দুর রহিম,বাঙ্গালহালিয়া জামে মসজিদের খতিব মাও: আব্দুল মান্নান আল-কাদেরী, মন্ত্রী পাড়া জামে মসজিদের খতিব মাও: মো: আব্দুল করিম আল- কাদেরী,ইসলামিয়া নতুন পাড়া জামে মসজিদের খতিব মাও: মো: রফিকুল ইসলাম আনসারী ও এলাহী বক্স হেফজুল কুরআন সুন্নিয়া মাদরাসার পরিচালক মাও: হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ।
শেষে মাহফিলে পরিচালনা পরিষদের পক্ষ থেকে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
শেষে মিলাদ কিয়াম ও দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত ও তাবারুক বিতরণ করা হয়।