নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া পদুয়া নাপিতপুকুরিয়া উদালবনিয়া সুলতান শাহ (রহ:) জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে উদালবনিয়া বাজার মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্য আজিমুশশান নুরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) বাদে মাগরিব উদালবনিয়া বাজার প্রাঙ্গনে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মো.নুরুল আবছার তালুকদার।
উদ্বোধক ছিলেন উদালবনিয়া সুলতান শাহ (রহ:) জামে মসজিদের খতিব মাও: আলমগীর আল-কাদেরী।
প্রধান ওয়ায়েজিন ছিলেন চট্টগ্রাম সীতাকুণ্ড মাদাম বিবিরহাট হযরত শাহজাহান শাহ (রহ:) মাওলানা জামে মসজিদের খতিব সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফারুক তালুকদার।
বিশেষ ওয়ায়েজীন ছিলেন, নাপিতপুকুরিয়া গাউছিয়া নূরিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. আব্দুল কাদের রেজভী ও নাপিতপুকুরিয়া গাউছিয়া নূরিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার শিক্ষক আরফাত রেজা কাদেরী।
এসময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
শেষে মাহফিলে পরিচালনা পরিষদের পক্ষ থেকে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
শেষে মিলাদ কিয়াম ও দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত ও তাবারুক বিতরণ করা হয়।