নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের রাজারহাটে আলী স্কয়ার নামে একটি কমিউনিটি হলের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুখবিলাস ফিসারিজ এন্ড প্লান্টেশনের চেয়ারম্যান এবং বারবার জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত মৎস্য ও কৃষি খামারী এরশাদ মাহমুদ।
এসময় পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ দুলাল কান্তি দাশ, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, মো.সফিউল কদর, মৌলানা করিম উদ্দিন নুরী, এমদাদ হোসেন চৌধুরী, মৌলানা নুরুল আজিম, মোহাম্মদ সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এছাড়া আলী স্কয়ারে সত্ত্বাধিকারী আলহাজ্ব আলী আজগর উপস্থিত ছিলেন।
আলী স্কয়ার এর অন্যতম পরিচালক রাসেল মাহমুদ বলেন, যে কোনো সামাজিক অনুষ্ঠান, বিয়ে, সভা, সেমিনারের জন্য উপযোগী হলটি সুলভ মূল্যে পাওয়া যাবে। অত্যন্ত মনোরম পরিবেশে কালিন্দিরানী সড়কের পদুয়া রাজারহাট ব্রীজের আগে নূরে মনির কনভেনশন হলের নিচতলায় এই প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়েছে।
আলী স্কয়ার পদুয়াসহ আশেপাশে ইউনিয়নের উন্নতমানের হলের অভাব পূরন করবে বলে প্রত্যাশা করেন তিনি।