
নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া পদুয়া মৌলভীখিল শাহে জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে জামে মসজিদ মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আজিমুশশান নুরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ অক্টোবর) বাদে মাগরিব মৌলভীখিল শাহে জামে মসজিদ মাঠে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মৌলভীখিল শাহে জামে মসজিদের খতিব মাও: আব্দুল হালিম আল-কাদেরী।

প্রধান ওয়ায়েজিন ছিলেন,চট্টগ্রাম বাহির সিগনাল আল-আমিন বারিয়া দরবার শরীফের শাহজাদামাও: ছৈয়দ মোহাম্মদ মোকাররম বারী।

প্রধান আলোচক ছিলেন, পদুয়া রাজারহাট ছিদ্দিক আকবর (রা:) সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আব্দুল করিম তাহেরী।

বিশেষ বক্তা ছিলেন পদুয়া রাজারহাট ছিদ্দিক আকবর (রা:) সুন্নিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও: মো: কাজী নিজামুল ইসলাম আল-কাদেরী। মাও: মো: ক্বারী আব্দুল হামিদ নুরী,হাফেজ মো:আব্দুল কাদের কাদেরী ও শায়ের মাও: মো: জাহাঙ্গীর আলম আল-কাদেরী প্রমুখ।

এসময় মসজিদ পরিচালনাকমিটির সদস্যবৃন্দ, রাজনৈনতিক,সামাজিক ও এলাকারগণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

শেষে মিলাদ কিয়াম ও দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত ও তাবারুক বিতরণ করা হয়।