
নিউজ ডেস্ক: শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরুল আলম মিনার পক্ষে পূজা মন্দিরে শুভেচ্ছা উপহার পৌঁছে দেয়া হয়েছে।

রবিবার (২২ অক্টোবর) সন্ধায় চট্টগ্রাম ডিআইজির পক্ষে রাঙ্গুনিয়া উপজেলার রাজারহাট কেন্দ্রীয় সার্বজনীন পূজা দশভূজা বিগ্রহ মন্দিরে কমিটির সভাপতি জুয়েল দাশ ও সাধারণ সম্পাদক রিটন চক্রবর্তীর কাছে উপহার তুলে দেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার (ওসি) মির্জা মো: হাছান।

এসময় পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উপাধ্যক্ষ দুলাল কান্তি দাশ ও সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েলসহ মন্দির কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (ওসি) মির্জা মো. হাছান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা। তাই পূজা উদযাপন উপলক্ষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনার পক্ষে পূজার এই উপহার পৌঁছে দেয়া হয়েছে। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষে পুলিশ সকল ধরনের প্রস্তুতি নিয়েছে। পূজায় কেউ ব্যাঘাত ঘটাতে চেষ্টা করলে সাথে সাথে আইনি ব্যবস্থা নেয়া হবে।